করব নিলাম

গিরগিটিগুলো আজ রাস্তায়
গিরগিটিগুলো আজ ঘরে
গিরিগিটিগুলো দেখি আনাচে কানাচে
গিরগিটিগুলো কথা বলে।
সব দেখে শুনে বোবা হয়ে গেছি
একটাও শব্দ করি না
গায়ের চামড়া হচ্ছে খসখসে
দু-পায়ে চলতে পারি না।
বহুদিন গেল কেটে এইভাবে
আজ আমিও রঙ বদলাতে পারি
যেমন চাইবে তুমি তেমনই পাবে
আমি মানুষ না গিরিগিটি জানি না।
সময়ের দাবী মেনে চলে গেলেও
আবার আসবো ঠিক ফিরে
তবে এবার সত্যি মানুষ হব
গিরগিটি সত্তার নিলাম করে।