লাল কালি
এই পৃথিবীতে সবার ই বাঁচার সমান অধিকার কিন্তু মানুষ ভাবে যে এই অধিকার শুধু তার। পৃথিবীর সব প্রাণীই প্রাকৃতিক নিয়ম মেনে চলে কেবলমাত্র মানুষ ছাড়া। তাদের লোভ হিংসা দ্বেষ এই সবুজ সুন্দর জীবনটাকে লাল কালির দাগে ভরিয়ে দিয়েছে, ব্যর্থ তাদের জীবন।
জীবনের খাতায় শুধু লাল কালির দাগ
সবুজ বলে যে একটা রঙ আছে
তার কোনও চিহ্ন মাত্র নেই
শুধু ভুলে ভরা আর কাটাকুটি
আসলে জীবনের অঙ্কটা ঠিক ঠাক
শেখেনি সভ্য মানুষ
তাই তো এত লাল দাগ।
পৃথিবীটা তো শুধু মানুষের বাসস্থান নয়
সবারই যে বাঁচার সমান অধিকার
এ দাবী প্রত্যেকটি প্রাণের, জীবনের
হারিয়ে যাওয়া হাজারো অবলুপ্ত প্রাণি,কীট,পতঙ্গ
গাছপালা, ফল, ফুল, পুকুর, নদী, নালা
অবচেতন মনে বার বার দেয় হানা
বলে কি দোষ করেছিলাম আমরা।
এ প্রশ্নের উত্তর নেই তো জানা
হিংস্রতা, স্বার্থপরতার করাল গ্রাসে
অন্তর্হিত মানুষের বুদ্ধি বিবেক
যেদিকে তাকাই দেখি লোলুপ দৃষ্টি
নির্ব্বিচারে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ
এ পৃথিবী তো চেনা নয়, বড় অচেনা
মমতা মধুরিমা কোথায় হারিয়ে গেছে
সবুজ জীবন আজ লাল দাগে ভরা।