মূল্যায়ণ
মানুষের মূল্যায়ণের এসেছে সময়
সর্ব্বোৎকৃষ্ট জীব বিধাতার
এ ফাটা কাঁসর বেজেছে অনেক
দু পায়ে চললেই মানুষ হলে
কুকুর, বিড়াল, বাঁদর, বাঘ
তারাও চলবে দুপায়ে
তখন তাদেরও বলবে মানুষ ?
বিধাতার নিয়ম বনের পশুরা
বাঁধাধরা গতে মেনেই চলে
খায়, ঘুমায়, বংশবৃদ্ধি করে
মানুষ ই কেবল আজব সে জীব
খোদার ওপর করে খোদগিরি।
বিধাতার নিয়মের তোয়াক্কা না করে
নিজের বানানো নিয়মে চলে।
সব দেখেও বিধাতা নিশ্চুপ
মানুষকে কি বিধাতা ভয় পেয়েছে?
একটা লাগাম টানতে হবে
বিধাতা আজ ঘোর নিদ্রায়
বিচারের দায়ভার কে নেবে?
প্রশ্ন আছে উত্তর নেই
স্রষ্টাই দেখো আজ পরাধীন
এটাও কি মানতে হবে?
কিছু একটা করতে হবে
কবে আসবে সেই যাদুকর
যাদুর ছড়িতে সব বদলে দেবে।