ফিরে দেখা

নতুন বছর

নতুন বছর তোমায় স্বাগতম,
এস তুমি প্রাণের স্পন্দন নিয়ে
এস তুমি নতুনত্বের ডালি নিয়ে,
সাজাও নতুন সাজে এই পৃথিবীকে।
মুছে যাক পুরাতন জীর্ণ চিন্তাধারা,
ধংস হোক মানসিক দৈন্যতার
সুখ সমৃদ্ধিতে ভরে যাক চারিদিক,
আকাশে বেড়াক উড়ে শান্তির পারাবত।

শান্তির বার্তা ছড়াক দিকে দিকে,
আবার উঠুক ভরে ধরিত্রী শ্যামলিমায়,
ঋতুবৈচিত্রে উদ্ভাসিত হোক প্রতিটি ক্ষণ
ভেসে যাক পৃথিবী আনন্দের জোয়ারে,
জীবন পূর্ণতা পাক পূণ্য এ পৃথিবীতে।