নেশা
নিশুতি রাতের নিস্তব্ধতাকে
খান খান করে দেয় হঠাৎ চীৎকার
নিপাত যাক দুনিয়া, নিপাত যাক।
ঘুম ভেঙ্গে যাওয়া লোকেদের গালাগাল
উড়ে আসে তার উদ্দেশ্যে
শালা নেশাখোর, বদ্ধ মাতাল
তারপর সব হয়ে যায় চুপচাপ।
বেচারা লোকটা, বেকার গালি খেল
দুনিয়াটাই তো নেশাখোরে ভরে গেছে
কারুর সুরার নেশা, তো কারুর সুরের
কেউ বা টাকার নেশায় ছুটছে
কেউ বা কামিনীর নেশায় ডুবছে
ক্ষমতার নেশা তো সবার রন্ধ্রে রন্ধ্রে
সর্ব্বোপরি বেঁচে থাকার অদম্য নেশা
গলা আবধি নেশায় ডুবে এই পৃথিবী,
গালি খায় শুধু বোকা মাতাল।
ওই যে উলঙ্গ সাধু
সাধনা করছে দিনরাত
যার পায়ে গড় করে প্রণাম কর
ঈশ্বর ভেবে পূজা কর
তারও তো নেশা, মুক্তির নেশা।
পৃথিবীটাও তো বনবন করে
নেশাতেই ঘুরে মরছে,
তাহলে নেশা নিয়ে এত দ্বিধা কেন?