নিষ্ঠুর বিবেক

রোজ রাত্রে ঘুমের মাঝে
বিবেক এসে সামনে দাঁড়ায়,
তার কোন অবয়ব নেই
আছে জলদগম্ভীর কন্ঠস্বর।
তীক্ষ্ণ প্রশ্নবাণে জর্জ্জরিত করে
খালি বলে কেন?কেন?কেন?
উত্তর পারি না দিতে এই কেনর,
বলি ,নিজের কর্মের বিচার
আমি তো করতে অক্ষম,
তাই জবাব ও নেই আমার।
যদি কোন ভুল হয়ে থাকে
হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করি,
নিষ্ঠুর বিবেক হয় না তাতে শান্ত
যমদুতের ম্ত দাঁড়িয়ে থাকে সামনে,
বলে উত্তর চাই তার।
ঠিক বেঠিকের দোলাচলে দাঁড়িয়ে
শ্রান্ত ক্লান্ত এক মানুষ,
উত্তরের আশায় বসে থাকে।
ভীত সন্ত্রস্থ সেই মন
জানে, বিবেক আসবে আবার,
কি জবাব দেবে তাকে।