নগ্ন রূপ
সবাই ঝাড়া হাত পা হতে চায়, চায় ভারহীন হয়ে স্বাধীনভাবে ঘুড়ে বেড়াতে। পৃথিবীটা ভরে গেছে কৃত্রিমতায়,তার ভার যে বড় বেশী। আসল ছেড়ে নকলকে অবলম্বন করে বাঁচছে মানুষ। এই বাঁচার কি কোনও দাম আছে? এর চেয়ে ভালো তো সবকিছু দূর করে , এমনকি পরণের বসনখানি ছেড়ে নগ্ন হয়ে বাঁচা, আদিমকালে গুহামানবেরা যেমন ভাবে বাঁচতো। বিধাতা যেভাবে সৃষ্টি অরেছেন সেভাবেই না হয় থেকে যাওয়া আজীবন, যেখানে কৃত্রিমতা থাকবে না বিন্দুমাত্র। সে জীবন ও অনেক বেশী কাম্য এই নির্ল্লজ্জ মনুষ্যজীবনের চেয়ে।
ঝাড়া হাত পা হব
যত সব জঞ্জাল ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে
ঘরে বাইরে আলমারীর তাকে টেবিলে
অথবা বসার ঘরের ড্রয়ারে
যা সব যেখানে আছে
সব ঝেঁটিয়ে বিদায় করবো
থাকবে শুধু পরনের বসনখানি
অবশ্য না থাকলেও কোনও ক্ষতি নেই
এই নির্ল্জ্জ মনুষ্যসমাজে
উলঙ্গ থাকাটাই শ্রেয়ঃ
বসন পরিহিত নগ্ন মেকী চেহারার চেয়ে
বিধাতার দেওয়া উলঙ্গ রূপ
অনেক সুন্দর, খাঁটি।