ফিরে দেখা

নগ্ন রূপ

ঝাড়া হাত পা হব
যত সব জঞ্জাল ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে
ঘরে বাইরে আলমারীর তাকে টেবিলে
অথবা বসার ঘরের ড্রয়ারে
যা সব যেখানে আছে
সব ঝেঁটিয়ে বিদায় করবো
থাকবে শুধু পরনের বসনখানি
অবশ্য না থাকলেও কোনও ক্ষতি নেই
এই নির্ল্জ্জ মনুষ্যসমাজে
উলঙ্গ থাকাটাই শ্রেয়ঃ
বসন পরিহিত নগ্ন মেকী চেহারার চেয়ে
বিধাতার দেওয়া উলঙ্গ রূপ
অনেক সুন্দর, খাঁটি।