ফিরে দেখা

নুড়িপাথর

পথের ধারে ছোট্ট একটা নুড়ি পাথর
পড়েছিল অবহেলায় একাকী
বলল যেন যাবে আমার সাথে।
তুলে নিলাম হাতে।
অবস্থান বদলালো নুড়ি পাথরটার

পাথরটাকে সযত্নে হাতে নিয়ে
খানিকটা পথ হাঁটলাম
কিভাবে কখন যে আনমনে
ফেলে দিলাম দূরে ছুঁড়ে তাকে
আবার নতুন জায়গায় গিয়ে পড়ল নুড়িটা

মানুষের জন্মান্তরের সাথে
তার যেন বড় মিল
আজ এই শরীরে তো কাল অন্য শরীরে
মানুষের শরীর আর নুড়ি পাথর
সব মিলেমিশে একাকার।