পথ চলা
মানুষের জন্মের সাথে সাথে তার পথ চলা শুরু, জীবনের পথ চলা। জীবনের দীর্ঘ যাত্রাপথে আমরা বিভিন্ন মানুষ ও চরিত্রের সংস্পর্শে আসি, কেউ বা খুব কাছের হয়ে রয়ে যান আবার কারুর সাথে চিরতরে ছাড়াছাড়ি হয়ে যায়, বাকী সবার সাথে ক্ষণিকের দেখা, সাময়িক পথচলা। এই পথ চলতে চলতে মানুষের অভিজ্ঞতার ঝুলি ভরে ওঠে, জীবনের শিক্ষায় সমৃদ্ধ হয়, ঋদ্ধ হয় মন। বেলা শেষ হয়ে এলে তার পথ চলা হয় শেষ, ফিরে যায় সেই অসীম শূণ্যে যেখান থেকে এসেছিলো।
বন্ধু, আজ থেকে বহু বছর আগে
জীবনের পথে শুরু করেছিলাম চলা
হেঁটেছি হাজার লোকের ভীড়ে
কেউ বা এসেছে খুব কাছে
কেউ বা চলে গিয়েছে বহুদূরে
তুমি সেই কাছেরই একজন।
হেঁটেছি অনেক পথ তোমার সাথে
রাস্তা ছিল কখনও মসৃণ, কখনও বা বন্ধুর
পেরিয়েছি সব বাধা কাঁধে কাঁধ দিয়ে
নিজের তালে সময়ও পেরিয়েছে অনেক
কালো চুল সব কবে হয়ে গেছে সাদা
প্রৌঢ় আমরা আজও চলেছি একসাথে।
ভাবিনি কখনও থামবে এ পথচলা,
তুমি এসে গেছ, তোমার গন্তব্যস্থলে
আমাকে যেতে হবে আরও একটু দূর
এবার শুরু আমার একা পথে চলা।
একা যেতে যেতে মনে পড়বে অনেক কথা
অনেক ঘটনা অনেক মধুর স্মৃতি
ভরে হয়তবা আসবে দুচোখ জলে
ঝাপসা চোখেই বাকী পথ শেষ হবে
শেষ হবে এক সুদীর্ঘ পথ চলা।