পা মেলানো
হাজারো লোকের ভীড়ে
তুমিও দাঁড়িয় ছিলে
একাকী নিঃসঙ্গ।
ভীড়ের সাথে পা মেলাওনি
আবার একাও চলতে পারনি
কারণ তুমি ভীরু বলে।
তোমার আত্মসম্মান আছে,
অথচ সাহস নেই বিন্দুমাত্র,
অন্যায়ের প্রতিবাদের ইচ্ছা আছে
অথচ পাছে চিনে ফেলে,
এই শঙ্কাও আছে।
নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই
আবার আমজনতার একজন
হতেও লজ্জা।
এভাবে চলে না বন্ধু,
একটা পথ তো বেছে নাও।
দ্বিধা দ্বন্দ ঝেড়ে ফেলে
জনতার ভীড়ে মিশে গিয়ে,
সবার সাথে পা মেলাও,
জনতার লড়াই এ সামিল হও,
তবেই আসবে সোনালী ভোর।