পাড়া
চেনা পাড়ার এক নিস্তব্ধ রাত্রি
রাস্তার মোড়ে মোড়ে কুকুরের জটলা
ঘেউ ঘেউ তেড়ে যাওয়া
নিশাচরদের ইতঃস্তত যাতায়াত।
আচমকা দরজার কড়া নাড়ার শব্দ
মাতালটার পাড়াকাঁপানো চীৎকার
সব সেই আগের মতই আছে
আগের লোকগুলি খালি নেই।
অতীতের দিনগুলো পঞ্চভুতে বিলীন
কেউ জ্বলেছে চিতায়, কেউ শায়িত কবরে
সেখান থেকেই সব দেখছে
পাড়ার কর্ম্মকান্ড একই আছে
মুখগুলি শুধু পালটে গেছে।