ফিরে দেখা

পরশমনি

কিশোর বয়সের স্বপ্নগুলো
কেমন যেন বুদ্বুদের মত
হয় ফেটে গেছে,
নতুবা দূরে কোথাও হারিয়ে গেছে।

যেসব বক্তব্য ধারণাগুলো
অনেক স্বপ্ন দেখাত,
সেগুলো আজ জং ধরে
মরচে পড়া অবস্থায় ব্রাত্য, ত্যক্ত।

একসময় যা ছিল ভীষণ বাস্তব
সব কেমন আমূল পালটে গেছে,
সময়ও পেরিয়ে গেছে অনেক।
সেদিনের কিশোর আজ বৃদ্ধ
নিজেই সে আজ করুণার পাত্র,
সময় সব কিছু নিয়েছে কেড়ে।

সব কিছুর মধ্যেই এক অপূর্ণতা
চারিদিকে যেন এক সীমারেখা বাঁধা,
চিন্তাভাবনার স্বচ্ছতার বড়ই অভাব
আজ পরশমনির খুব দরকার
পুরানো ভালোলাগা ফিরে পেতে