পাশে দাঁড়ানো
মানুষের অসময়ে একটা ছোট্ট আলতো স্পর্শ, একটু কাঁধে হাত রাখা তার ভেঙ্গে পড়া মনটাকে অসীম ভরসা দিতে পারে কিন্তু সেই সামান্য পাশে থাকাটাই আমরা কজন করতে পারি।
আলতো স্নেহের পরশ
একটু হাতের ছোঁয়া
একটা ছোট্ট ভরসা
পাশে থাকার বার্তা
জীবনটাকে পালটে দিতে পারে
সত্যি পারে।
কত সম্ভামনাময় জীবন
যায় যে ভেসে
ডুবে যায় নেশার অন্ধকারে
আমরা ব্যস্ত ইঁদুর দৌড়ে
থাকি না তাদের পাশে
একটু ভেবো।
দিনের শেষে একলা ঘরে
যখন নিজের সাথে বলি কথা
চাওয়া পাওয়ার হিসাব করি
কেউ যেন বলে ওঠে
দাঁড়িয়েছিস কি কারুর পাশে
অনুতাপে মরি।