পথে নামা
সাবধানে পা ফেল বন্ধু
নইলে হোঁচট খেতে হবে
হোঁচট যদি খেয়েই গেলে
কি ভাবে নিজেকে সামলাবে ?
মসৃণ পথে চলে চলে
ভাবছ বসে আছ খুব ভালো
এ তোমার ভুল ধারণা
আসলে কূপমণ্ডূক হয়ে আছ।
জীবনটা তো বৈচিত্রে ভরা
তাকে উপভোগ করতে শেখ
সোজা পথে তো অনেক চললে
চড়াই উতরাই পথটাও দেখ।
কবিতা গল্প অনেক হয়েছে
এবার বন্ধু নাম পথে
শরীরের ঘাম ঝরিয়ে এবার
থাক মানুষের পাশে, সাথে।