ফিরে দেখা

প্রাণ

সভ্যতার বিবর্তনের সাথে মানুষ যেন বড় আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়ে যাচ্ছে এবং মান আর হুঁশ খুইয়ে কৃত্রিম রোবটে পরিণত হয়েছে। ভগবানের সৃষ্ট সর্ব্বোৎকৃষ্ট জীব মনুষ্যত্বহীন, বিবেকহীন হয়ে এই পৃথিবীর বুকে বেড়াচ্ছে ঘু্রে। প্রাণ, আনন্দ সব কিছু ছিলো কিন্তু আজ আর নেই। কোথায় তাকে পাওয়া যাবে খুঁজে কে জানে।

আকাশে বাতাসে প্রাণের ছোঁয়া
প্রাণের গন্ধ চারিদিকে
কিন্তু প্রাণটাই নেই
হয়তো বা ছিলো কোনকালে।

উড়ে গেছে প্রাণ, অথবা ভেসে গেছে বা মৃত
নতুবা কাঁদছে বসে কোনও গহীন অন্ধকারে
তাকে খুঁজে বার করতেই হবে
প্রাণটার আজ বড় দরকার।