ফিরে দেখা

প্রগলভ নিয়ন লাইট

ছোটবেলায় প্রায়ই দেখতাম যে রাস্তার বাতিস্তম্ভের বাল্ব গুলো কিছু দুষ্টু ছেলের দল ইঁট ছুঁড়ে ভেঙ্গে দিয়ে জায়গাটা অন্ধকার করে দিচ্ছে। এটা ছিলো রোজকারের উপদ্রব। তখনও নিয়ন লাইট আসেনি এবং এই লাইট ভাঙ্গা দেখে খুব বিরক্তি বোধ করতাম। কিন্তু এখন রাস্তার বড় বেশী উজ্জ্বলতা আর রাতেও চারিদিক ঝকঝকে আলোইয় ভরিয়ে রাখা দেখে মনে হয় যে ছোটবালার সেই দুষ্টু ছেলের দল যদি আবার ফিরে আসে খুব ভাল

রাস্তায় নিয়ন লাইটগুলো
আজকাল বড় বেশী প্রগলভ
কথা বলে অকারণ
নিজেকে জাহির করে বলে
অন্ধকার ভয় পায় আমাকে।

কোথা থেকে উড়ে আসে একটা ঢিল
আছড়ে পড়ে নিয়ন লাইটের গায়ে
সশব্দে মাটিতে ভেঙ্গে পড়ে সে
চারিদিক ভরে যায় ঘুরঘুট্টি অন্ধকারে
অমানিশা নীরবে হাসে।