শৈশবকে এসেছি ফেলে বহু আগে
শৈশব আমাকে আছে ধরে আজ ও
মাঝে মধ্যেই জানান দেয়।
যৌবনকে ও এসেছি ছেড়ে
সে সব দিনগুলি ছিল স্বপ্ন
সে আছে হৃদয়ের মাঝে।
সংসারের ঘানি টেনেছি অনেক
ওতপ্রোতভাবে থেকেছি জড়িয়ে
জীবনটা তার সাথে দিলাম কাটিয়ে।
এখন এসেছে বৃদ্ধাবস্থা
সব আছে তবু মনে একা
স্মৃতিগুলো নিয়ে বসে থাকা।