ফিরে দেখা

সামলে নেব

আমার ভালোবাসার প্রাসাদ
আসলে ছিল এক মাটির কুটির
কোনোদিন বুঝতে পারিনি।

আমার সুপ্ত ভালোবাসার অহংকার
ছিলো এক ঠুনকো অহম বোধ
কোনোদিন জানতে পারিনি।

তোমার প্রতি আমার মান অভিমান
ছিলো শুধু স্বপ্নের জাল বোনা
পুরোটাই ছিলো ভুলে ভরা

বাস্তবের মুখোমুখি আমি আজ
ভালোবাসা, মান, অহংকার
সবকিছু লাগে ভুলে ভরা

সামলাতে হবে সবকিছু
সামলে নেব, ঠিক সামলে নেব।