দুনিয়াটা পাগল হোক,
পৃথিবীটা পাগলে ভরে যাক,
পাগলদের কোনও রকমফের হয় না।
জাত, ধর্ম, হিংসা স্বার্থ
কোনও কিছুই তাদের থাকে না,
আপনভোলা নিজের মনেই থাকে।
খেতে পেলে খায় নতুবা
অভুক্ত হয়ে হাসিমুখে ঘুরে বেড়ায়।
তারপর চুপচাপ একদিন সব শেষ,
এত শান্তির জীবন আর কোথায়?
শান্তিতে বাঁচতে হলে পাগল হয়েই বাঁচ।