শুকনো পাতা
এক বৃন্তচ্যুত বিবর্ণ হলুদ পাতা আর জীবনের শেষ প্রান্তে উপনীত এক মানুষ, দুই এর মধ্যে বড় মিল। দুজনেরই এখন কোনও প্রয়োজন নেই , ব্রাত্য। বৃন্তচ্যুত পাতা মৃত, বিবর্ণ হ্লুদ, খসখসে বৃদ্ধ মানুষ ও বোধহয় তাই শুধু সে জীবন্মৃত, এইটুকুই যা তফাৎ। শুধু ভালোবাসার সময়গুলো আঁকড়ে বেঁচে থাকা।
গাছের শুকনো পাতাগুলি
বৃন্তচ্যুত হয়ে পড়ে আছে মাটিতে
নির্জীব ব্রাত্য ত্যক্ত
প্রাণীর চিহ্ন নেই, মৃত।
তবু কেন মনে হয় আছে বেঁচে
ঠিক আগের মত।
কখন যে হয়ে গেছি পাতা
সকলের অগোচরে নিজেরই অজান্তে।
চিরসবুজ হয়ে বেঁচেছি, আনন্দে ভরপুর
কেটেছে সময়ে ঠিক সময়ের মতো
এখন দেখি গাত্রবর্ণ হলুদ, খসখসে
তবে কি গিয়েছে ঝরে পাতার মত।