ফিরে দেখা

সিঁড়ি ভাঙ্গা

আমাদের জীবনটা চলমান সিঁড়ির মত, একবার উঠে পড়েছ কি সামনের দিকে এগিয়ে চলা ফিরে আসার কোনোও রাস্তা নেই। এইভাবে চলতে চলতে একদিন আচমকাই সিঁড়ির শেষ ধাপের মত জীবনের যবনিকা পতন হবে, শেষ হবে একটা অধ্যায়।

জীবনের সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে
সামনের দিকে এগিয়ে যাওয়া।
থামতে চাইলেও থামা যাবে না,
ফিরে যাবারও রাস্তা নেই।
আচমকাই সিঁড়ি হবে শেষ,
সাঙ্গ হবে সিঁড়ি ভাঙ্গা খেলা।