ফিরে দেখা

শিশু পৃথিবী

বৃদ্ধ পৃথিবী, কালের গহ্বরে
আছে নিদ্রিত বহুকাল ধরে
জীবন্মৃত হয়ে,
জীবনী-শক্তি যে আর নেই তার।
ওই দেখা যায় ধ্বংসের লেলিহান শিখা
উন্মাদের মত আসছে ছুটে
গ্রাস করতে তাকে।
আকাশ বাতাস সব ছাই এ যাবে ভরে।
তার সাথে পুড়ে যাবে সব পাপ
কালিমা মুক্ত হবে ইতিহাস।

কোন এক পবিত্র ঊষায়
কচি অংকুরোদ্গম জানান দেবে
নূতন জীবনের
জন্ম হবে শিশু পৃথিবীর।