ফিরে দেখা

স্মরণসভা

মঞ্চে সাদাকাপড় দিয়ে মোড়া চেয়ারে
একটা ফটো ফ্রেম
ফুলের মালায় সাজানো
এক গুরুগম্ভীর পরিবেশ,
স্মরণসভা।

অনেকে শ্রদ্ধা নিবেদন করলেন
কত ভাল কথা বললেন
জানালেন কত অজানা কথা
এক আদর্শ মানুষের বিয়োগব্যথায়
সবারই মন যেন ভারাক্রান্ত।

পিছনের সারির চেয়ারটায় বসে
আমার প্রশংসা শুনলাম
শরীরটা নেই তো কি হয়েছে
ফটোতে, মানুষের কথায়
হয়তো বা কিছু মানুষের মনে
আমি তো রয়েই গেলাম।

ভালো লাগ্লো, বেশ ভালো লাগলো
তোমরা যে আমায় মনে রেখেছ
এটাই আমার প্রাপ্তি
ভাল থে্কো, তোমরা ভাল থেকো।