সব আছে

কিছুই হারায় নি,
যত্ন করে সব
তুলে রাখা আছে
স্মৃতি্র মণিকোঠায়।
নিত্য নতুন জিনিষের আড়ালে
ঢাকা পড়ে আছে শুধু।
পুরানো দিন, পুরানো লোক
পুরানো গান, পুরানো প্রেম
সব আছে সেখানে,
তবে বেশ এলোমেলোভাবে
যা চাইবে, আছে সব
খুঁজলেই পাবে।
পুরানো সময়কে কাছে পেতে চাও?
বলতে চাও তার সাথে কথা?
ছটফট করলে চলবে না।
শান্ত, ধীর হয়ে বস
মনের অতলে দাও ডুব
ঠিক তাকে পাবে।