সোজা পথ
চলাচলের সোজা পথটাই গিয়েছে হারিয়ে
সোজা পথে কেউ চলতে চায় না আর
সব চলে বাঁকা পথে
ব্যাঁকা পথটাই আজকাল নাকি সোজা
প্রশ্ন করলে বলে যুগ পাল্টেছে
পুরানো ধ্যান ধারনা সব বদলাতে হবে
বাঁকাটাই সোজা বলে মেনে নিতে হবে।।
যুগ পাল্টেছে এ বড় সত্যি কথা
তবে কোন যুগের কথা বলে এরা
সে বিরাট ধাঁধা
সত্য দ্বাপর ক্রেতা কলি চার যুগ জানি।
আর কি কোন যুগ আছে
যার কথা এরা বলে
বাঁকা পথটাই নাকি সোজা যুগের বিবর্তনে।