ফিরে দেখা

সময়ের আগে

সময়ের আগে জন্মে গিয়েছি
আরও কিছু যুগ পরে জন্মালে হত
কলুষিত আজ বড় পৃথিবী
স্বার্থ, দ্বেষ, হিংসা,হানাহানিতে ভরা
আরেকটু পরে এলে
জীবনটা হয়তো অনেক মসৃণ হত।

একটুকরো নির্ম্মল আকাশ
সবুজ বনানীতে ভরা খানিকটা পৃথিবী
যেখানে শ্বাস নেওয়া যায় প্রাণভরে
ঘুরে বেড়াতে পারবো মনের আনন্দে
এইটুকুই সামান্য দাবী
তাও কি যাবে না পাওয়া?

হয়তো বা আমারই ভুল
জন্মে গিয়েছি সময়ের আগে
আরেকটু পরে এলে ভালো হত
সত্যি ভালো হত।