সময়ের পাকদন্ডী
সময় প্রবাহমান আর তার সাথে সাথে সে নিয়ে আসে আমূল পরিবর্তন। পুরাতন ভেঙ্গে চুরে যায় নবীনকে জায়গা দিতে, আবার কালের নিয়মে সে নবীন হয় পুরাতন , তাকেও চলে যেতে হয়। এই ভাবেই চলছে জীবন, এর মধ্যে থাকা, জীবনের কিছুদিন কাটানো, আবার চলে যাওয়া।
সময়ের পাকদন্ডী বেয়ে চলেছে জীবন
পথ চলা ছাড়া আর আছেই বা কি
পথ চলা শুধু পথ চলা
চারিদিকে দেখি শুধু ছবি বিবর্তনের
পুরাতন নতুনের সহাবস্থান কিছুদিন মাত্র
তারপর সব ভেঙ্গে চুরমার
পুরাতন ভেঙ্গে নতুন আবার সেও হয় পুরাতন
সময়ের পাকদন্ডী বেয়ে চলেছে জীবন।
কত শত জীবন আসে কত চলে যায়
ঝরে গিয়ে সব দেখ ধূলায় মেটায়
ক্লান্তিহীন বিরামহীন এই পথ চলা
যাত্রা শুরু সৃষ্টির আদিকালে বা তারও আগে
স্থান কাল পাত্র অবয়ব সব পাল্টায়
নতুন রূপে প্রকৃতি ছড়ায় সুবাস
এই বেশ ভালো আসা আর যাওয়া
কিছুদিন থেকে দেখা জীবনের খেলা।