ফিরে দেখা

সত্যি কি একা

মাঝে মধ্যেই মনে নানানরকম প্রশ্ন জাগে, যার উত্তর সবসময় হয় তো পাওয়া যায় না।

মনে হয় কেন যেন একা আছি
যদিও সবার মধ্যেই আছি
ঘুরছি, ফিরছি, দেখছি
কথা বলছি, ভাবছি, লিখছি
তবুও কিন্তু যেন একা আছি।

আমি চোখ মেলে যখন দেখি
চারিপাশে ঘরদোর, গাছপালা, নদীনালা
পুকুর, পশুপাখি, দোকানপাট, লোকজন
সব যেন আনন্দে করছে ঝলমল
সব মিলিয়ে জমজমাট এক পরিবেশ
তবুও কোথাও যেন লুকিয়ে এক একাকীত্ব, নীরবতা
কেন জানি না মনে হয় বার বার
সবার মধ্যে সবাই যেন একা ।

আমি আকাশের দিকে তাকাই
দিনের সূর্য্যের প্রখর দহন তেজ
আর রাতের বেলায় কি সুন্দর আকাশের রূপ
ঝলমলে তারাগুলো যেন মিটিমিটি হাসছে।
গ্রহ, চন্দ্র,তারাও কত মিলেমিশে আছে
সবাই একসাথে মিলে হাসছে,খেলছে
একসাথেই আছে কিন্তু কোন কোন তারা
হঠাৎ করে একা একা হারিয়ে যাচ্ছে।

আমি নিজের দিকে তাকাই
ঘর সংসার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব
সবাইকে নিয়ে মনে হয় বেশ আছি
ভালো আছি, আনন্দে আছি, সুখে আছি
সবার মধ্যে আছি, তাও মাঝে মাঝে একা লাগে
হাজারো মানুষের ভীড়ে আমি একা
সত্যিই কি একা?
এটাই কি জীবনের সত্য?