স্টেশন
রাতের শেষ ট্রেনটাও চলে গেছে
স্টেশন এখন একেবারে নিশ্চুপ, ফাঁকা
কোনও কোলাহল নেই, নেই প্রাণ
যেন একটা টাটকা মৃতদেহ পড়ে আছে।
রোজ সকালে স্টেশনটা প্রাণ ফিরে পায়
কেউ যেন জীয়নকাঠি ছুঁইয়ে দিয়ে যায়
ঠিক সেই রুপকথার রাজকুমারীর মত
মরে গিয়েও জেগে ওঠে বারবার।
কোলাহল, চীৎকার, ব্যস্ততা যাই হোক
প্রাণটাই যে বড় বেশী আপনার
হাজার কষ্টেও জীবনটা বেঁচে থাক
বাকী সব যায় যদি যাক।