ফিরে দেখা

স্তিমিত জীবন

সেই সৃষ্টির আদিকাল হতে সময় নিরবিচ্ছিন্ন প্রবাহমান,শ্রান্তিহীন ক্লান্তিহীন, নেই তার কোনও বিশ্রাম, চলা শুধু বয়ে চলা আর সবকিছুর সাক্ষী থাকা। তারই সাথে পায়ে পা মিলিয়ে চলেছে সূর্য্য, চন্দ্র, গ্রহ তারা। এদের চলার কি কোনও শেষ নেই বা নেই কোনও বিশ্রাম? তাই বোধহয় আজ তারা ভীষণ শ্রান্ত, সবকিছু স্তিমিত। আচমকাই হয়তো বা কোনদিন সবকিছু যাবে থেমে।

স্তিমিত হয়ে আসছে সবকিছু
স্তিমিত চন্দ্র,সূর্য্য,গ্রহ, তারা
প্রাণশক্তি আজ বড় নির্জীব
সত্য দেখো বাক্যহারা।

সময় চলেছে আদিকাল হতে
সে ও যেন আজ বড় ক্লান্ত
কাতর কন্ঠে চায় বিশ্রাম
পায় না বিরাম যদিও শ্রান্ত

চলাটাই যে কালের নিয়ম
কাল মহাকাল বিধির বাধন
জীবনটা যে মায়ায় ঘেরা
মায়াই জীবন, মায়াই মরণ।