স্বাধীন হওয়া

পাগলা, আর কবে তুই স্বাধীন হবি?
বেলা তো অনেক গড়িয়ে গেল
ওপরে গিয়ে কি জবাব দিবি?
ছোটবেলা কাটলো যে তোর
বাবা মার বাধ্য হয়ে,
বড় হয়ে বিয়ের পরে
ভাবলি যে তুই স্বাধীন হলি
সেখানেও তো খাবি খেলি।
সারাজীবন বৌ এর কথায়
উঠলি বসলি খেটে মরলি
সেখানেও কি করতে পারলি?
ছেলেমেয়েরা যখন বড় হল
মনে তোর আশা ছিল,
দলে তোর লোক বেড়েছে
স্বাধীন ভাবে বেঁচে থাকার
স্বপ্ন তোর পূরণ হল।
সে গুড়েও তো ছিল বালি
ছেলেমেয়ের বচন শুনতে শুনতে
জীবনটা যে তোর ফালি ফালি,
পাগলা, এই ভাবেই তুই কাল কাটালি।
তোর এবার ভাবার সময়
এই জীবনে কি তুই পেলি?
ভেবেছিলিস হবি পুরুষ সিংহ
কিন্তু মূষিক হয়েই থেকে গেলি।
দুঃখ করে লাভ নেই ভাই
তোর দলের লোকের সংখ্যাই বেশী,
বাইরে সবাই দেখায় হীরো
আসলে আমরা সবাই জিরো।