বাস্তব এই জীবনে
সবাই স্বপ্ন দেখে,
স্বপ্ন দেখতে ভালবাসে।
ছেঁড়া কাঁথায় শুয়ে
রাজত্ব আর রাজকন্যার স্বপ্ন,
জেগে বসে দিবা স্বপ্ন
আবার চলতে চলতে অলীক স্বপ্ন।
স্বপ্ন দেখার কোনও পদ্ধতি নেই,
আমিও দেখি, তুমিও দেখ, সবাই দেখে।
স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে,
স্বপ্ন নেই মানে জীবন নেই।