ফিরে দেখা

স্বপ্ন ও বাস্তব

মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে এবং স্বপ্ন দেখা ছাড়া জীবনও বোধহয় চলে না। আবার বয়স বাড়ার সাথে সাথে এই স্বপ্ন গুলোও পাল্টাতে থাকে। কিছু স্বপ্ন সাকার হয়, কিছু আবার হারিয়ে যায়।

বাস্তবতার যাঁতাকলে পড়ে
স্বপ্নগুলো কোথায় গেছে হারিয়ে
ঠিক ছোটবেলাকার সেই
ব্যঙ্গমা-ব্যঙ্গমীর গল্পের মতন
স্বপ্ন আর গল্পের কি মিল থাকে?
সব প্রশ্নের উত্তর থাকে না।

স্বপ্নগুলো আবার পাল্টে পাল্টে যায়
শৈশব, যৌবন,বার্ধক্য সব স্বপ্ন আলাদা
কোনটা বাস্তবের খুব কাছাকাছি
কোনটা বাস্তব থেকে বহুদূরে
তবে স্বপ্ন দেখা ছাড়া চলবে না
বাস্তব যতই কঠিন হোক না কেন?