থেমে আছি
থেমে আছি
থেমে আছি বহুকাল ধরে
খালি ভাবি যাবো যা্বো
তবু যেতে পারিনি যে
সবকিছু ভালো
যতকিছু আছে ছিটিয়ে চারিধারে
গাছপালা নদীনালা পশুপাখী মাঠ
মানুষগুলোই শুধু বড় বেমানান
আলো-আঁধারির খেলা
রোদজল বৃষ্টি বসন্তের গান
মন উদাস করা মেঘলা বিকেল
চশমার ফাঁক দিয়ে ধূসর জীবন
বেশ আছি
সময় যাচ্ছে বয়ে নিজের মতন
কাটাকুটি খেলা কড়িকাঠ গোণা
ফেলে আসা দিনগুলো শূন্য এ মন।