ঠিক পৌঁছাবো
বারবার পথ হারিয়েছি
হারিয়েছি যাত্রার শুরুতে বা শেষে
অথবা মধ্য পথে
চেনা পথ অচেনা পথ
যে পথে এগিয়েছি
গন্তব্যস্থলে পারিনি পৌঁছাতে
দিশাহীন ভাবে ঘুরেই চলেছি
এইবার করেছি যে পণ
যাবো একেবারে সোজা নাক বরাবর
পড়লে পাহাড় পথে
ভেদ করে যাবো
সমুদ্র সামনে এলে
সাঁতরে পেরুবো
দরকারে আকাশের বুক চিরে যাবো।
আমার অন্তিম লক্ষ্যে আমি
ঠিক পৌঁছাবো।