ফিরে দেখা

তোর তাতে কি

উচ্ছন্নে যাচ্ছে দেশটা
যাচ্ছে যাক, তোর তাতে কি?
গোল্লায় যাচ্ছে সারা মানবজাতি
যাচ্ছে যাক তোর তাতে কি?
জাহান্নমে যাচ্ছিস তুই
বেশ করছি, জাহান্নমে যাচ্ছি
তোর তাতে কি?

তোর তাতে কি
তোর তাতে কি
অনুরণন হচ্ছে আকাশ বাতাস জুড়ে
তবে প্রশ্নকর্তা আর উত্তরদাতা
দুজনেরই কোনও ভ্রুক্ষেপ নেই
তারা শুধু বলেই চলেছে
সবই আপেক্ষিক আর কি

কেউ একজন আছেন যিনি
সব শুনছেন ও বুঝছেন
মনে মনে কি হাসছেন
কে জানে

আমরা দেখি ঝড়, অগ্নুৎপাত, বন্যা
বলি এটা প্র্রকৃতির তান্ডব
চীৎকার করি কেন এই অন্যায় অবিচার
জলদগম্ভীর উত্তর আসে
তোর তাতে কি?