উড়ান
অনেক কথাই বলেছ জীবন ভোর
খাতার পাতা ভরিয়েছ লিখে লিখে
সব কথাই কি বলতে পেরেছ বনধু
কিছুই কি বাদ যায় নি লেখনীতে?
আকাশটা যে এখনও আছে খালি
আগের মতন একই তো রয়ে গেছে
হয়ত বা তার বুক থেকে কোনকালে
কিছু অভিমানী তারা ঝরে গেছে।
মনের আঙ্গিনাতে আজ তাই ঝড় ওঠে
হাজারো প্রশ্ন ভীড় করে এসে বলে
কত কিছু আর বাকী আছে এ জীবনে
ভাবনাটা তাই ডানা মেলে যায় উ ড়ে।
অন্তহীন এই ওড়া শেষ করে একদিন
ক্লন্ত হয়ে বসবে কারুর চালে
আকাশেরই এক কোণে আছে সেই ঘর
দূর সে অদূর বিধির ছাতিম তলে।