উলটপুরাণ
যদি হত সব কিছু উল্টো পাল্টা তবে পৃথিবীটা কেমন হত?
রাগ যদি হত অনুরাগ
অনুরাগ হত রাগ,,
হয়ত বা মোরা মহানন্দে
পুষতাম দাঁড়কাক।
ইঁদুর ছানার ঘোর হূঙ্কারে
হৃদয় হত যে হিম,
সিংহের ডিমে ওমলেট খেয়ে
নাচতাম তা তা ধিন।
রাতের বেলায় সূর্য্য উঠত
আঁধারে ভরা যে দিন,
সারারাত মোরা কাজ করতাম
ঘুমাতাম সারাদিন।
Office কাছারীতে হত ঘোড়া boss
মহিষ Asssistant,
সারা গায়ে টাই জেব্রা ঘুরত
As a consultant.
Footpath দিয়ে গাড়ী ঘোড়া চলে,
মানুষ চলে যে রাস্তায়,
বুড়ো বুড়ী সব পড়ি মরি করে
School, College এ ছুটে যায়।
ছোটো খোকা সে তো, মুখে ইয়া গোঁফ,
School এর Principal,
চুরুট ধরিয়ে গম্ভীর মুখে,
বলে, কত ধানে কত চাল?
মাটির তলায় গাছের পাতা
ওপরে শিকড় মূল
মাঠেতে পদ্ম ফোটে শত শত
জলেতে গোলাপফুল।
সিংহ বাঘ করে জলকেলী,
ওরা যে জলজপ্রাণী
তিমি ডলফিন বলে ডাঙ্গা থেকে,
এস একসাথে খেলি।
সব দেখে শুনে মনে মনে ভাবি
আগে তো ছিলাম বেশ,
রাগ ভাই তুমি রাগ ই থেকে যাও
অনুরাগ প্রিয়া দ্বেষ ।