উত্তর
মৃত্যু কি জীবনের সত্য
না অনাদিকাল ধরে বয়ে নিয়ে যাওয়া
এক অন্ধ বিশ্বাস, প্রহেলীকা
প্রশ্ন জাগে মনে।
জন্ম থেকে মৃত্যু,
পুরোটাই রহস্যে ঘেরা
মাঝখানে কিছুটা সময়
যাকে জীবন বলে
সবটাই যেন ভুলে ভরা।
মাতৃজঠর, মাতৃক্রোড়ের সেই
স্বর্গীয় কিছুটা সময়
অমৃতসুধা পান,
হাত পা ছুঁড়ে খেলা, হাসা
অসময়ে জেগে ওঠা, অকারণে কাঁদা
সে এক সুন্দর নিশ্চিন্ত শান্তির জীবন।
কোথায় গেলে আবার পাব তাকে
মৃত্যুর কাছে কি তার উত্তর আছে?