জীবন

অবয়বহীন বাঁচা

হিংসা, দ্বেষ, স্বার্থপরতায় ভরা এই পৃথিবীটা কেমন হত যদি প্রকৃতি থাকতো তার পরিবেশ, গাছপালা, পশুপাখী নিয়ে। মানুষের খুব বেশী প্রয়োজন আছে কি? যদি মানুষের প্রয়োজন হত তবে থাকতো তারা অবয়বহীন হয়ে, সবার মাঝে। প্রেম ভালোবাসায় ভরা পৃথিবীটা তাহলে অনেক সুন্দর হত।

বাঁচুক মানুষ তবে অবয়বহীন হয়ে
জীবনের ভারসাম্য রক্ষা হবে তাতে
কিছু ভাবনা,চিন্তা, প্রেম, ভালবাসা
আকাশে বাতাসে বেড়াবে ভেসে ভেসে
থাকবে না হিসাব কোনো জন্ম মৃত্যুর
গোলা বারুদের গন্ধে পৃথিবী হবে না দূষিত
গাছপালা, পশু-পাখী সব বাঁচবে আনন্দে
মানুষও থাকবে তবে অবয়বহীন হয়ে।

পৃথিবীটা এখন অনেক হয়ে গেছে ভারী
প্রকৃতিও হয়ে গেছে রক্ষ, শুষ্ক, বিবর্ণা
সৃষ্টিকে নিয়ে মানুষ করছে ছেলেখেলা
ঈশ্বরের জগতে তাঁকেই করছে অবহেলা
হঠাৎ একদিন দেখবে তারা সবাই অবয়বহীন
ঘর-বাড়ী, কারখানা কোনো কিছু নেই সব ফাঁকা
ভোজবাজী? কায়াহীন তারা আজ নিজ কর্ম্মফলে
শুধু থাকবে প্রকৃতি তার সন্তানদের নিয়ে
অবয়বহীন মানুষ বাঁচবে তাদের মাঝে।