আবীর
একমুঠো রঙ্গীন আবীর চারিদিক দেয় রাঙ্গিয়ে, মানুষের চেহারা আকাশ বাতাস, কিন্তু মানুষের মন তাতে কি রং ধরাতে পারে,পারে না। রাস্তার নগ্ন পথশিশুর দল, জন্মলগ্ন থেকে যারা একমুঠো অন্নের জন্য সংগ্রাম করে, পরিত্যক্ত সারমেয়র মত পথে পথে ঘুরে বেড়ায়, তাদের কাছে এই রঙ্গীন আবীরের কি মূল্য? কেন তাদের সাথে এই নিষ্ঠুর পরিহাস। বিদ্রোহী মন তীব্র প্রতিবাদে তাই মুঠো মুঠো আবীর ছুঁড়ে দেয় বিধাতার উদ্দেশ্যে, যার মূল্যায়ণ করতে পারে শুধু নিষ্পাপ পথশিশুরা
মুঠো মুঠো আবীর চাই
বিলিয়ে দেব রাস্তার নিরন্ন নগ্ন অনাথ
পথশিশুদের মাঝে
ছুঁড়ে দেবে তারা আকাশের দিকে
বিধাতার উদ্দেশ্যে
সে আবীরে থাকবে ভালোবাসা না বিদ্রুপ
তা বিধাতাই জানেন।
বসে বসে সে রঙিন আকাশ দেখব আমি
আর অকাতরে বিলিয়ে যাব আবীর
ততদিন যতদিন না আবীর হয়ে
নিক্ষিপ্ত হই আকাশের বুকে
ভালোবাসায় না বিদ্রুপে
তা জানবে শুধু পথশিশুরা
বিধাতা নয়।