অজানা জগত
একটা সময় আসে যখন অবিরাম জীবনযুদ্ধে ক্লান্ত মানুষ বিশ্রাম চায়, মুক্তির পথ খোঁজে। তার কাছে মনে হয় যে এতদিন সে বৃথাই মরীচিকার পিছনে ছুটে বেড়িয়েছে, আসল সত্যের ধারেকাছে পৌঁছাতে পারে নি। ধীরে ধীরে বহির্বিশ্ব থেকে সে নিজেকে মুক্ত করে এবং অন্তর্মুখী হয়। এ এক অচেনা, অজানা অথচ এক সুন্দর শান্তির জগৎ যে শুধু প্রাণভরে দেখার ও উপলব্ধির।
মুখ ফিরিয়ে নিলাম
মুখ ফিরিয়ে নিলাম সবকিছু থেকে
তোমার থেকেও
অনেক হয়েছে বাইরের পৃথিবীকে দেখা
এবার ঢুকবো মনের ভিতরে
হৃদয়ের গভীরে
অনেক প্রশ্ন জমা মনের কোণে
সারা জীবন ধরে উত্তর খুঁজেছি যার
এবার হয়তো পাবো
নাও পেতে পারি তবু যাব।
জানি এ যাত্রাও অনিশ্চিতের
হয়তো বা মাঝপথেই হবে শেষ
পা দিয়েছি এক অচেনা সুন্দর জগতে
যতখানি পারি প্রাণ ভরে দেখে নেব।