জীবন

আগামী পৃথিবী

আমরা সবাই আগামীর কথা ভাবি, তাই আগামীর সম্বন্ধে জানতে ঔৎসুক্যের শেষ নেই। এই আগামী বা অতীতের কথা ভাবতে ভাবতেই বর্তমান শেষ যে কোথা দিয়ে হয়ে যায় তা আমরা বুঝতেই পারি না। বর্তমান যতই অন্ধকারে ঢাকা থাক না কেনো, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, আশা সব এখনও বেঁচে আছে এবং এটিকে সম্বল করেই বর্তমান প্রজন্মকে এগিয়ে যেতে হবে আগে। অন্ধকারের শেষে একদিন নতুন সবুজ ভোর আসবেই আসবে। সারা পৃথিবী আবার সেদিন আনন্দে মুখরিত হবে। সেই সুন্দর জীবনে আবার আসবো ফিরে মুক্তির স্বাদ পেতে।

সবকিছু শেষ হয়ে যায় নি
এখনও বেঁচে আছে আশা
প্রেম ভালোবাসা
সীমাহীন অন্ধকারের বুক চিরে
দেখা যায় একঝলক আলো
আঁকড়ে ধরে তাকে বুকে
মুক্তির মন্ত্রে দীক্ষিত সেনানীরা
এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো।

অমানিশার অন্ধকার যাবে কেটে একদিন
হতাশাগ্রস্থ এ পৃথিবী হাসবে আবার
ঋতু বৈচিত্রে ধরিত্রী উঠবে সেজে নতুন করে
কচি কিশলয়ে ভরে যাবে চারিধার
জানি সে পৃথিবী অদেখাই থেকে যাবে আমাদের কাছে
তবু আগামী প্রজন্মের মুখে ফুটবে হাসি
আবার আসব ফিরে হয়ে তাদেরই একজন
জীবন, তোমাকে যে বড় ভালোবাসি।