অজানার খোঁজে
ভোর রাতে ঘুম ভেঙ্গে বেড়িয়ে পড়েছিলাম
বেড়িয়ে পড়েছিলাম উদ্দেশ্যহীনভাবে , অজানায়
কাল রাতে অবিশ্রান্ত ঝড় বৃষ্টি হয়েছে
পথঘাট ভরে আছে জলে, পচা জঞ্জালে
কোথাও বা এক হাঁটু জল,ভাঙ্গা গাছের ডাল
ঘরের চাল উড়ে গেছে, কাকভেজা শিশুর দল
সাতসকালে উঠে বেড়িয়ে পড়েছে ঝড়া আম কুড়াতে
আমিও ওদের দলে যোগ দিলাম।
একটা আম কুড়িয়ে আমিও পেলাম
মন চলে গেল সেই ফেলে আসা শৈশবে
ছোটবেলায় ঝড়ের পরে সেই আম কুড়ানো
ঝড়ে ঝরে যাওয়া একটা আম কত সহজেই
ফিরিয়ে দিল আমার পুরানো দিন, শৈশব
কত কথা, কত পুরানো স্মৃতি মনে পড়ে গেল
হাজারো ঘটনা মনের মধ্যে ভীড় জমাল।
আজ আমি মাটি থেকে ওপড়ানো একটি গাছ
প্রাণ চলে গেছে অথচ বেঁচে আছি
মনটা পড়ে আছে মাটির সন্ধানে
যদি মাটি পাই, পারি আবার দঁড়াতে শক্ত হয়ে
উর্দ্ধবাহু হয়ে আকাশের দিকে তাকাব আবার
সবাইকে বলব আমিও আছি তোমাদেরই দলে
আর কতকাল থাকব পড়ে অকর্মণ্য হয়ে
তাই পড়েছি বেড়িয়ে ভোর সকালে অজানার খোঁজে।