জীবন

আজব দেশ

কলিযুগ নাকি নৈরাজ্য অরাজকতার যুগ, যেখানে লোভ, হিংসা, দ্বেষ তার সর্ব্বগ্রাসী ক্ষুধায় সবকিছু গ্রাস করে। ন্যায়-বিচার, সততা সেখানে অলীক স্বপ্ন এবং সেইসব মানুষ যাদের কথা সমাজ শোনে এবং যারা সমাজকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন তাঁরাও শাসকের উৎকোচের লোভে বিক্রী হয়ে যান। আর সাধারণ মানুষেরা কাপুরুষের মতন চুপ করে সব সহ্য করে যায় আর ভাবে কবে কৃষ্ণের অবতার এসে তাদের এই অসহায় জীবন থেকে মুক্তি দেবে। প্রতিবাদে পথে তাদের নামতেই হবে, তবে কবে আর সময় হবে?

এ দেখি যে এক আজব দেশ
চারিদিকে অনাচার অবিচার
নৈরাজ্য, আতংকের ছড়া ছড়ি
প্রতিবাদ করলেই রাজরোষে পড়ে
হয় কারাগার নতুবা জীবন শেষ।

একদল আছে বুদ্ধিজীবী
সমাজ যাদের কথা শোনে
দেখেও তারা দেখে না কিছুই
শীতঘুমে গিয়ে ল্যাজ নাড়ে
বলে আমরা আছি তো বেশ।

শিক্ষিত আমাদের যুবসমাজ
সোনার স্বপ্ন বুকে নিয়ে
রাজপথে তারা আছে বসে
ঘুষের কাছে হয়ে পরাজিত
ন্যায় সুবিচার পাবে কি তারা?

হতভাগ্য প্রজা আমরা
ভীরু অবিবেচক কাপুরুষ যত
শুধু চেয়ে দেখি বলি না কিছুই
ডাকছে পথ, ডাকছে সময়
আর কবে পথে নামবি তোরা।