জীবন

আমি সেই মানব

এখানে সেই আদর্শ মানবের বলা হয়েছে যার নীতি হচ্ছে সততা, নিষ্ঠা আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম।

আমি সেই মানব
যে শ্মশানের চিতার মধ্য থেকে
ফিনিক্স পাখীর মত
নব কলেবরে নবযৌবনে
বেড়িয়ে আসে বার বার

সর্বহারার মধ্যে থেকেও
নেই নেই রবকে ঘৃণা করে
যতসব অন্যায়কে দুমড়ে মুচড়ে
ন্যায়ের প্রতিষ্ঠায় জীবনপাত করে
যতটুকু পারে।

জাগুক প্রতিবাদীর প্রতিবাদী কন্ঠস্বর
তাতে যদি সুখ যায় যাক
মানসিক শৃঙ্খলিত জীবনের চেয়ে
যন্ত্রনার মুক্তির স্বাদ অনেক বেশী
জয় হোক মানবতার।