জীবন

আঁধার

দিন শেষ হয়ে যখন আঁধার নামে, পাখিরা ফেরে নিজের আলয়ে, মানুষেরাও কাজ শেষে ফেরে নিজ গৃহে। সবার কপালে সে সুখ থাকে না, কিছু গৃহহীন মানুষ খোলা আকাশের নীচে গাছের তলায় বা রাস্তার ধারে রাত্রিবাস করেন। তাদের মধ্যেই থাকে মানুষের ভেকধারী কিছু শয়তান যারা আঁধারের সুযোগ নিয়ে অপরাধ সংঘঠিত করে। সেইজন্যই কি মানুষের আঁধারে ভয়? কিন্তু এতে আঁধারের তো কোনও দোষ নেই তবু সে দোষী হয়। তাই সে বিশণ্ণ হৃদয়ে ভাবে যে সে ও তো দিনের মতই আনন্দময় হতে পারতো।

একে একে সব ফিরে গেছে বাড়ী
দিন শেষ হয়ে আঁধার নেমেছে বলে
আঁধারে কি ভয়? তাও তো নয়
একসময় বাড়ী ফিরতে যে হবে
আঁধারের আগে ফিরে গেছে তাই।

যাদের নেই বাড়ী ঘর দোর
তারাই রয়ে গিয়েছে খোলা আকাশের তলে
প্রকৃতির কোলে, গাছের তলায়, রাস্তার ধারে
তারা অনেকেই সাধারণ মনুষ্যসন্তান
তবে কিছু আছে মানুষের ভেকধারী শয়তান
আঁধারের আড়ালে রোজ রূপ বদলায়।

দিন চলে যায় হেসে খেলে
আঁধার চুপ করে একা বসে থাকে
সংগঠিত অপরাধের নীরব সাক্ষী হয়ে
বুক ফেটে তার কান্না বেরোয়
কেন সে পারে না হতে
দিনের মত আনন্দময়।