জীবন

আনমনা

যারা একটু আনমনা বা নিজের জগতে থাকতে ভালোবাসে তাদের অনেক রকম জ্বালা। এককথায় তাদের খেয়াল টা একটু কম থাকে, হয়তো কোনদিকে তাকিয়ে আছে অথচ ভাবছে অন্য কিছু, যার ফলে দেখছে অথচ দেখছে না। ঠিক তেমনই কেউ কিছু কথা বলছে অথচ তার মন ঘোরাফেরা করছে অন্য জগতে, কান হয়তো শুনলো কি শুনলো না মাথায় কিন্তু রেজিস্টার হল না, যা না শোনারই সামিল। এর ফলে এদের নানান বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন পরিজনেরা এদের সম্বন্ধে উন্নাসিক, মেজাজী, অসামাজিক ইত্যাদি ভাবতেই পারেন কিন্তু ঘটনাটা আদৌ তা নয় এবং ররকম ভাবলে এরকম আনমনা লোকেদের প্রতি অবিচার ই হবে।

আমি আনমনে পথ চলি
দেখেও না দেখা
শুনেও না শোনা
একটা ঘোরের মধ্যে থাকা
আনমনা পথ চলা

বন্ধু পরিজনরা হয়তো ভুল বোঝে
কেউ ভাবেন উন্নাসিক
কেউ বা ভাবেন মেজাজী
কেউ অসভ্য, অসামাজিক
যা কিছু কেউ ভাবতেই পারেন
আমি আনমনা পথ চলি

একই রাস্তায় রোজ চলি
তবু পারি না চিনতে
একই জিনিষ রোজ দেখি
মনে রাখতে পারি না
আসলে খেয়ালটাই যে নেই আমার
আমি আনমনা পথ চলি

সঙ্গী বলতে কিছু সারমেয়
কখনও তারা আগে আগে চলে
কখনও বা আমার পিছন ধরে
হয়তো ভাবে আমি ওদেরই একজন
ওরাও কি আনমনা চলে?

আমি আনমনে পথ চলি।