আশা
জেগে আছি
তবে বোধ নেই
শুধু চোখদুটি খোলা
বেঁচে আছি
তবে প্রাণ নেই
অদ্ভুত এ পথচলা
কথা বলি
তবে এলোমেলো
বোবা কান্নায় ভরা
গান গাই
তবে সুর নেই
বৃথা প্রচেষ্টা করা
ভালবাসি বলি
তবে প্রেম নেই
রুক্ষতায় ভরা এ বুক
মৃত্যু চাই
তবু সে আসে না
অধরাই রয়ে গেল সুখ
তবু বেঁচে থাকা
মনে নিয়ে আশা
একদিন হবে ভোর
অমানিশি শেষে
আসবে সকাল
আনন্দে ভরপুর।